Privacy Policy
Poshakbare.com (পোশাক বাড়ি)
Poshakbare.com আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন, অর্ডার করেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করেন—তখন যে তথ্যগুলো শেয়ার করেন, সেগুলো আমরা সম্পূর্ণ নিরাপদ ও দায়িত্বশীলভাবে পরিচালনা করি।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
আমরা শুধুমাত্র আপনার অর্ডার ও সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, যেমন—
আপনার নাম
ফোন নাম্বার
ইমেইল অ্যাড্রেস
ডেলিভারি ঠিকানা
অর্ডার ডিটেইলস
পেমেন্ট সম্পর্কিত বেসিক তথ্য (সংবেদনশীল ডেটা সংরক্ষণ করা হয় না)
ওয়েবসাইট ব্যবহারের এনালিটিক ডেটা (যেমন: ব্রাউজিং তথ্য, ডিভাইস ইনফো)
২. আপনার তথ্য আমরা যেভাবে ব্যবহার করি
আপনার ডেটা আমরা ব্যবহার করি—
অর্ডার নিশ্চিত করা ও ডেলিভারি দেওয়ার জন্য
কাস্টমার সাপোর্ট প্রদান করতে
পণ্য বা সেবার উন্নতির জন্য
প্রয়োজনীয় নোটিফিকেশন বা আপডেট পাঠাতে
ওয়েবসাইটের সিকিউরিটি ও ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে
৩. আপনার তথ্য আমরা কারো সাথে শেয়ার করি না
Poshakbare.com আপনার ব্যক্তিগত তথ্য কখনই বিক্রি, ভাড়া বা বাণিজ্যিকভাবে শেয়ার করে না।
তবে অর্ডার ডেলিভারির প্রয়োজনে কেবলমাত্র—
কুরিয়ার সার্ভিস
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার
এর সাথে অতি প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হতে পারে (যেমন নাম, ফোন, ঠিকানা)।
৪. ডেটা সিকিউরিটি
আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা অনুসরণ করি—
SSL সিকিউর কানেকশন
এনক্রিপশন
সীমিত অ্যাক্সেস
নিরাপদ সার্ভার ব্যবহার
৫. কুকিজ (Cookies)
আমরা আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স উন্নত করতে কুকিজ ব্যবহার করি।
এগুলো আমাদের সাহায্য করে—
পছন্দসই সেটিং সংরক্ষণ করতে
প্রস্তাবিত পণ্য দেখাতে
ওয়েবসাইট পারফরম্যান্স বিশ্লেষণ করতে
আপনি চাইলে ব্রাউজারের সেটিং থেকে কুকিজ অফ করতে পারেন।
৬. তৃতীয় পক্ষের লিংক (Third-Party Links)
Poshakbare.com–এ মাঝে মাঝে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে।
তাদের প্রাইভেসি পলিসি ও সিকিউরিটির জন্য আমরা দায়ী নই।
৭. তথ্য হালনাগাদের অধিকার
আপনার দেওয়া যেকোনো তথ্য ভুল থাকলে বা আপডেট প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে তা সংশোধন করতে পারবেন।
৮. প্রাইভেসি পলিসির পরিবর্তন
Poshakbare.com প্রয়োজন অনুযায়ী এই নীতিমালা আপডেট করতে পারে। যেকোনো পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
৯. যোগাযোগ করুন
প্রাইভেসি সম্পর্কিত যেকোনো প্রশ্ন, মতামত বা উদ্বেগ জানাতে—
📞 ফোন: +8801718295230
📩 ইমেইল: poshakbarimeherpur@gmail.com